করোনাকালীন সময়ে ওয়ার্ক ফ্রম হোম ছিল একমাত্র ভরসা। সবকিছু থমকে গেলেও লকডাউনে ঘরে বসেই অফিস, মিটিং সব সেরে নেওয়া গেছে। অনলাইন মিটিংয়ের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ছিল জুম।
২০১১ সালে উদ্যোক্তা ও ব্যবসায়িক ক্রেতাদের জন্য তৈরি হয়েছিল এই অ্যাপ। তবে খুব কম মানুষই ব্যবহার করেছেন এই অ্যাপ। করোনার সময় অনলাইন ক্লাস শুরু হওয়ার পরই বিশ্বে পরিচিত হলো জুম অ্যাপ। সেই সঙ্গে এর প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান।