ঢাকা টেস্ট : চতুর্থ দিনের খেলা শুরু

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ মে ২০২২, ০৯:৪১

মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। গতকাল বৃষ্টিবিঘ্নিত দিনে প্রায় ৪০ ওভার কম খেলা হয়েছে। তাই আজ ৩০ মিনিট আগেই শুরু হয়েছে খেলা, ৯৮ ওভার খেলা হবে আজ। আগামীকালও সাড়ে নয়টায় শুরু হবে দিনের খেলা।


৫ উইকেটে ২৮২ রান নিয়ে আজকের খেলা শুরু করে সফরকারীরা। প্রতিবেদন লেখার সময় তাদের স্কোর ৫ উইকেটে ২৯০ রান। ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশের চেয়ে এখনো ৭৫ রানে পিছিয়ে আছে দিমুথ করুণারত্নের দল।


চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রানের ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথুজ ৬০ রানে অপরাজিত রয়েছেন। দিনেশ চান্দিমাল ব্যাট করছেন ১৭ রানে।


মুশফিকুর রহিমের অপরাজিত ১৭৫ ও লিটন দাসের ১৪১ রানের কল্যাণে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ করে। উল্লেখ্য যে, চট্টগ্রামে দুদলের মধ্যকার প্রথম টেস্টটি ড্র হওয়ায় এই টেস্টটি সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us