ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত কিশোরের নাম গাইত রাফিক ইয়ামিন। তার বয়স ১৬। সে দশম শ্রেণির ছাত্র ছিল। বুধবার সকালে নাবলুসের পূর্বে অবস্থিত জোসেফস টম্বের কাছে সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই কিশোর নিহত হয়। ওই কিশোরের মাথায় গুলি করা হয়।