গর্ভাবস্থায় রক্তে সুগার বাড়লে মা ও বাচ্চার পিছু নেয় বিপদ! চিকিৎসা সম্পর্কে জানালেন বিশেষজ্ঞ

এইসময় (ভারত) প্রকাশিত: ২৫ মে ২০২২, ১৯:৪৩

ডায়াবিটিস একটি জটিল রোগ। এই রোগে অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সতর্ক হয়ে যেতে বলছেন বিশেষজ্ঞরা। আসলে এই রোগের ক্ষেত্রে দেখা দিতে পারে অনেক সমস্যা। এক্ষেত্রে কিডনি থেকে লিভার, সব অঙ্গেরই হয়ে যেতে পারে ক্ষতি। তাই সতর্ক থাকতে হবে।


এবার ডায়াবিটিস (Diabetes) বলতেই আমরা কেবল টাইপ ১ টাইপ ২ ডায়াবিটিসের কথা ভাবি। যদিও বিষয়টা কিন্তু একেবারেই তেমন নয়। আসলে আরও একধরনের ডায়াবিটিসের কথাও ভুলে গেলে চলবে না। এই ধরনের ডায়াবিটিসের নাম হল জেস্টেশনাল ডায়াবিটিস (Gestational Diabetes)। এক্ষেত্রে গর্ভাবস্থায় বেড়ে যায় সুগার। এই প্রসঙ্গে ডা: শিফা খান, ওবস্ট্রেটিশিয়ান ও গাইনিকোলোজিস্ট, ক্রিটিকেয়ার এশিয়া মাল্টিস্পেশালিটি হাসপাতাল বলেন, এমন অনেক রোগী দেখেছি। এক্ষেত্রে ডেলিভারির সময়ও কষ্ট হয়। এমনকী আমার ১৮ বছরের ক্লিনিক্যাল কেরিয়ারে এটাও দেখেছি যে এই মায়ের সন্তানদের মধ্যে বড় হয়ে টাইপ ২ ডায়াবিটিস দেখা দিচ্ছে। এমনকী এই জেস্টেশনাল ডায়াবিটিসে আক্রান্তদের মধ্যে প্রায় ৩ জনের মধ্যে ২ জনের পরে ডায়াবিটিস হয়।


এই রোগটি গর্ভবস্থায় মা ও তাঁর সন্তানের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাই এই রোগটি সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us