Facebook এ তৈরি করুন নিজের 3D অবতার! কী ভাবে? জানুন

এইসময় (ভারত) প্রকাশিত: ২৫ মে ২০২২, ১৯:৩৮

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হল Facebook। বিশ্বব্যাপী কয়েক কোটি ব্যবহারকারী রয়েছে তাদের। গত বছরের মাঝামাঝি সময়ে Facebook এর তরফে জানানো হয় নাম পরিবর্তন করে Facebook এর নতুন নাম হবে মেটা। আর তার জন্য যাবতীয় প্রস্তুতি চালু হয়েছে


Facebook মেটাভার্সে রূপান্তরিত হওয়ার কারণেই নতুন নাম হবে Meta। আর মেটাভার্সের জন্য প্রয়োজন থ্রি-ডি অবতার। Facebook এখন তার সব ব্যবহারকারীদের জন্য থ্রি ডি অবতার তৈরির সুবিধা দিচ্ছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না কীভাবে Facebook-এ নিজের থ্রিডি অবতার তৈরি করবেন। জেনে নিন এই প্রতিবেদনে।


কীভাবে নিজের অবতার তৈরি করবেন? জানুন প্রতিটি ধাপ-


1) প্রথমে ফেসবুক ওপেন করুন।
2) এরপর অ্যাপের একদম ডানদিকের কোনে রয়েছে একটি Three Bars মেনু।
3) সেখানে রয়েছে See More অপশন। সেখানে ট্যাপ করুন। এরপর দেখাবে Avatars অপশন।
4)Facebook এবার ব্যবহারকারীদের স্কিন টোন সম্পর্কে জানতে চাইবে।
5) স্কিনটোন জানানোর পর হেয়ারস্টাইল, চোখের আকৃতি, ঠোঁট সহ বিভিন্ন বিষয়ে জানতে চাইবে।
6) এরপর Done অপশনে ক্লিক করলে অবতার তৈরি হবে। এবং একদম ডানদিকে উপরের কর্নারে দেখা যাবে।
7) পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে ওই অবতার শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us