প্রায় দুই দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এর মাধ্যমে নির্বাচন করা হবে উপজেলা কমিটির নতুন নেতৃত্ব। এবার সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চান অন্তত ১১ জন। ফলে বদল আনা হচ্ছে সম্মেলনের নিয়মকানুনে। প্রথমবারের মতো দলের উপজেলা সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে কিনতে হচ্ছে মনোনয়নপত্র। তা–ও লাখ টাকায়।
যদিও মনোনয়নপত্রের জন্য এত বড় অঙ্কের টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। অথচ দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই মনোনয়নপত্রের জন্য এক লাখ টাকা করে নেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, সরকারি দল হয়ে সম্মেলনের খরচের জন্য কারও কাছ থেকে চাঁদা তোলার পক্ষপাতী নন অনেক নেতা। তবে সম্মেলনের খরচের জন্য দলের সভায় অনেকে প্রস্তাব করেন, যাঁরা প্রার্থী হবেন, তাঁরা এক লাখ টাকা করে দেবেন। পরে প্রার্থীদের জন্য এক লাখ টাকা ঠিক করা হয়।