অন্দরসজ্জায় বাঁশের চিকে চাকচিক্য না থাকলেও নন্দন আছে ষোলোকলা। গ্রীষ্মের কাঠফাটা রোদ আর গরম থেকে বাঁচতে আমাদের দেশে বাঁশের চিকের ব্যবহার বহুকালের। সময় বদলেছে। এখন চিকের ব্যবহার কেবল প্রয়োজনেই সীমাবদ্ধ নেই। ঘরের সৌন্দর্য বাড়াতেও এর ভূমিকা অনন্য। চিক ব্যবহার করা যেতে পারে বারান্দা, শোয়ার ঘর, খাবার ঘরসহ নানা জায়গায়, নানা আঙ্গিকে।
বারান্দায়
বারান্দায় চিকের ব্যবহার যেমন রোদ, বৃষ্টি ঠেকাবে, তেমনি ঠেকাবে তীব্র আলো। এতে সুরক্ষিত থাকবে ঘর, বারান্দা ও বারান্দা বাগানের গাছগুলোও। আলো-বাতাসের প্রয়োজনে চিক গুটিয়েও রাখা যাবে। এর পাশাপাশি বাঁশের তৈরি মাথাল, সাজি, পোলোসহ নানা রকম গারলেট ব্যবহার করে সাজালে বারান্দার সাজ পাবে ভিন্নমাত্রা।