অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মে ২০২২, ১৮:২৬

হাতছাড়া হলো দুটি ক‍্যাচ। ক‍্যাচের মতো উঠলেও একবার একটুর জন‍্য গেল না হাতে। লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে ভেবে নেওয়া হলো না একটি রিভিউ। একবার ব‍্যাটসম‍্যান বাঁচলেন আম্পায়ার্স কলে। এই সব কিছু পক্ষে এলে দিনটি আরও ভালো হতে পারতো বাংলাদেশের। তা তো হলোই না, বরং বারবার বেঁচে যাওয়া দিমুথ করুনারত্নের ফিফটিতে একটু যেন এগিয়েই রইলো শ্রীলঙ্কা।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশকে ৩৬৫ রানে থামিয়ে সফরকারীরা দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ১৪৩ রানে।


৭ চারে ১২৭ বলে ৭০ রান নিয়ে খেলছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। ১১ বল খেলে রানের খাতা খুলতে পারেননি নাইটওয়াচম‍্যান কাসুন রাজিথা।  


শেষ বেলায় বিশেষজ্ঞ ব‍্যাটসম‍্যানের উইকেট বাঁচানোর লক্ষ‍্য নিয়ে নামা এই লোয়ার অর্ডার ব‍্যাটসম‍্যান সফল নিজের কাজে। এর আগে দিনের প্রথম ভাগে নিজের আসল কাজ, বোলিংও করেন ভালো। ক‍্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে থামিয়ে দেন চারশ রানের আগেই।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us