ঝাঁকড়া চুলের বাবরি দোলানো

প্রথম আলো প্রকাশিত: ২৪ মে ২০২২, ১৫:৩০

নজরুলের ফ্যাশন বা হেয়ারস্টাইল নিয়ে খুব বেশি কিছু জানা যায় না। কারণ, জীবনীকারেরা অনেক বিষয়ে আলোকপাত করলেও তাঁর বেশবাস নিয়ে আলোচনা করেননি। কিন্তু কবে থেকে তিনি এমন হেয়ারস্টাইলে অভ্যস্ত হলেন, তা নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ১৯১৭ থেকে ১৯২০ সাল—এ সময়ে তিনি ছিলেন সেনাবাহিনীতে। তবে ১৯২০ সালের মার্চে ‘ফোরটি–নাইনথ বেঙ্গলিজ’ ভেঙে যাওয়ার পর তিনি কলকাতায় ফিরে আসেন।


নজরুলজীবনীকারেরা বলছেন, তিনি ফিরেছিলেন প্রায় শূন্য হাতে। সঙ্গে ছিল শুধু লেপ–তোশক ও পোশাক-আশাক। এর মধ্যে ছিল সেনাপোশাক, শেরওয়ানি, ট্রাউজার ও কালো উঁচু টুপি। তখন তাঁর মাথায় বাবরি ছিল কি না, নিশ্চিত জানা যায় না। যদিও অনেকেই বলে থাকেন হাবিলদার পদে উন্নীত হওয়ার পর থেকেই তিনি বাবরি রাখতে শুরু করেন। কিন্তু এর সপক্ষে যেমন তথ্য মেলে না, তেমনি তাঁর তখনকার ছবিও সে সাক্ষ্য দেয় না; বরং তাঁকে মাঝে সিঁথি করতে দেখা যায়। আড়াআড়ি চাদর জড়ানো, মাঝে সিঁথি করা তরুণ নজরুলের একাধিক ছবি দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us