নিম্ন আয়ের মানুষের খাদ্য বাবদ খরচ কমানোর জন্য আগামী অর্থবছরে খোলা বাজারে বিক্রি (ওএমএস) ব্যবস্থায় চালের বরাদ্দ বাড়াবে সরকার। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, চলতি অর্থবছরের তুলনায় কমপক্ষে এক লাখ টন চালের সরবরাহ বাড়ানো হবে। আর চলতি অর্থবছরে যে পরিমাণ গম সরবরাহ করা হবে, আগামী অর্থবছরে কমপক্ষে একই পরিমাণ বরাদ্দ থাকবে। তবে সহজে গম সংগ্রহ করা সম্ভব হলে এ সরবরাহও বাড়ানো হতে পারে বলে খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।
খাদ্য বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, ওএমএসে চালের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। চলতি অর্থবছরে বাজেটে যে বরাদ্দ ছিল, তার চেয়ে এক লাখ টন চাল ও ৫০ হাজার টন গম বেশি সরবরাহ করা হচ্ছে। চলতি ২০২১-২২ অর্থবছরে ওএমএস খাতে ৪ লাখ ৭০ হাজার টন চাল ও ৪ লাখ ৬৪ হাজার টন গমের বরাদ্দ ছিল। সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় ওএমএসের দোকানে ক্রেতার সংখ্যা বেড়েছে। ফলে নির্ধারিত বরাদ্দ দিয়ে পুরো অর্থবছরের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। খাদ্য অধিদপ্তরের বিতরণ সংক্রান্ত প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১২ মে পর্যন্ত ওএমএসে ৪ লাখ ৩৪ হাজার ৫৭৮ টন চাল এবং ৪ লাখ ১৮ হাজার ৭২২ টন গম সরবরাহ করা হয়েছে।