৫০০ একরের ফসলের ক্ষতি

প্রথম আলো প্রকাশিত: ২৪ মে ২০২২, ১৩:৫৮

একটি নদীর বেশির ভাগ অংশই খনন করা হয়েছে। কিন্তু শেষ দিকটা ভরাট। পানি বেরিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। অন্য কোনো দিকেও পানি যেতে পারছে না। বৃষ্টি হলেই নদীর পানি ফুলেফেঁপে দুই পাড় উপচে আমন ফসল তলিয়ে যায়। মাঠঘাট পানিতে থই থই করে। গ্রামীণ রাস্তা ডুবে যায়। অনেক বাড়ির উঠানে পানি ওঠে। বর্ষাকালজুড়েই এই পরিস্থিতি।


তিন বছর ধরে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আটটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এই জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছেন। প্রতিবছর প্রায় ৫০০ একর জমিতে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। শাখা বরাক নামে একটি নদের শেষ প্রান্ত ভরাট থাকায় এই জলাবদ্ধতা তৈরি হচ্ছে।


গত রোববার সদর উপজেলার চানপুর গ্রাম ঘুরে দেখা গেছে, ফসলের মাঠজুড়ে বৃষ্টির পানি ঢেউ খেলছে। কিছুদিন আগেও এই মাঠে বোনা আমনের সবুজ চারা বাতাসে দোল খেয়েছে। এখন পানির নিচে। পাঁচ-ছয় দিন ধরে জলাবদ্ধতা শুরু হয়েছে। ঢেউ এসে আছড়ে পড়ছে বাড়ির উঠানে। কারও ঘরের ভিটায়। বিভিন্ন স্থানে রাস্তা ডুবে আছে। চানপুর গ্রামের কবরস্থানটি কয়েক ফুট পানির নিচে তলিয়ে। লোকজন পানি ভেঙে বাড়ি থেকে বের হচ্ছেন। অনেকে বাড়ি থেকে নৌকায় পাকা সড়কে উঠছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us