অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় জামিন বাতিল হয়ে যাওয়ায় আত্মসমর্পণ করতে ঢাকার জজ আদালতে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আসেন তিনি। ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আল আসাদ মো. আসিফুজ্জামানেরর আদালতে আত্মসমর্পণ করে সম্রাট জামিন চাইবেন বলে তার আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হিরা জানিয়েছেন।
সম্রাট আদালত প্রাঙ্গণে পৌঁছানোর আগেই তার কয়েকশ সমর্থক সেখানে উপস্থিত হন। সম্রাটের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
গত ১১ মে ওই আদালত তিন শর্তে সম্রাটের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু দুদকের আবেদনে ১৮ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ তা বাতিল করে দেয়। সেই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।