কৃত্রিম বুদ্ধিমত্তা যুগের প্রস্তুতি কত দূর

কালের কণ্ঠ মিরাজুল ইসলাম প্রকাশিত: ২৪ মে ২০২২, ০৯:৩৯

বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে যে স্তরে সমস্যা মোকাবেলার চিন্তা-গবেষণা অব্যাহত রয়েছে, আগামী এক দশক পর তার গুণগত মান কতটুকু পরিবর্তন হবে তা নিয়ে ভাবার সময় এসেছে।


জাতিগতভাবে সব কিছু রাজনৈতিক বিবেচনায় বিচার করতে আমরা অভ্যস্ত। কিন্তু এই বৃত্তের ঘেরাটোপ থেকে মাঝে মাঝে বের হতে হয়, প্রজন্মের স্বার্থে।


যেমন আগামী ২০৩০ সালের পর দেশের প্রাকৃতিক গ্যাসের মজুদ নিঃশেষ হলে কোন রাজনৈতিক দলকে আমরা দায়ী করব?


বাস্তবে এমন আশঙ্কা আছে।


যদি নতুন গ্যাসকূপ খনন করা না যায়, তবে আগামীতে আরো জটিল অর্থনৈতিক সংকট আসন্ন। এর মধ্যে রশিদপুর, বিবিয়ানা, তিতাস এবং কৈলাসটিলায় মোট ১০ টিসিএফ গ্যাস মজুদ আছে। দেশে বার্ষিক চাহিদা এক টিসিএফ। আগামী ১০ বছর পর চাহিদা মেটাতে আমদানি করতে হবে এলএনজি গ্যাস। জীবনযাত্রার ব্যয় তখন আরো বৃদ্ধি পেতে পারে। সেই আশঙ্কা ঠেকাতে পাঁচটি গ্যাস ক্ষেত্রে ড্রিপ ড্রিলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু গত আট বছরে দেশের সার্বিক অর্থনৈতিক সূচকের সঙ্গে জীবনযাত্রার মান তুলনা করলে পুরোপুরি আশঙ্কামুক্ত হওয়া যায় না। মাথাপিছু ডলারের আয়-উন্নতির সঙ্গে দেশের বেশির ভাগ গরিব মানুষের হাঁড়ির খবর তথা দৈনন্দিন পুষ্টিকর খাবারের তুল্যমূল্যের চিত্রটি ধোঁয়াশা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us