মূল্য বৃদ্ধি: কৃষকের গম আসছে না সরকারের গোলায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মে ২০২২, ০১:০১

রংপুর জেলায় এবার সরকারিভাবে ৯০০ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। কিন্তু দেড় মাস পার হয়ে গেলেও এক কেজি গমও সংগ্রহ করা যায়নি।


রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে এবার মওসুমের শুরু থেকেই গমের কেজি ৩৪ টাকার উপরে। আর সরকারিভাবে নির্ধারিত মূল্য ২৮ টাকা। তাই কৃষকরা আমাদের গম না দিয়ে খোলা বাজারেই বিক্রি করছে।”


একই পরিস্থিতি পাশের জেলা ঠাকুরগাঁওয়ে। সেখানে লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার টন।


ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম জানান, মওসুমের শুরুতে উদ্বোধন অনুষ্ঠানের দিন দুই উপজেলায় আনুষ্ঠানিকতার জন্য ২ টন করে মোট ৪ টন গম জমা পড়ে। এরপর আর কোনো গম সংগ্রহ করা যায়নি।


কারণ জানতে চাইলে তিনিও বাজারে বেশি দামকে দেখান। “বর্তমান পরিস্থিতিতে গম সংগ্রহ করার কোনো বাস্তবতা নেই,” বলেন তিনি।


বিভিন্ন রেশন কার্যক্রমের চাহিদা মেটাতে সরকার আমদানির পাশাপাশি দেশীয় উৎপাদক থেকে গম সংগ্রহ করে থাকে।


এবার সিলেট ও বরিশাল বিভাগকে বাদ রেখে ১ লাখ ৪৭ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us