তেহরানে বন্দুকধারীদের হামলায় রেভল্যুশনারি গার্ড বাহিনীর এক কর্নেলের প্রাণনাশের ঘটনার বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
রোববার তেহরানে নিজ বাড়ির সামনে গাড়িতে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হন উর্ধ্বতন এই কর্মকর্তা। তার নাম সায়াদ খোদাই। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
বিবিসি জানায়, কর্নেল খোদাই রেভল্যুশনারি গার্ডের ছায়া বৈদেশিক অভিযান পরিচালনা শাখা এলিট কুদস বাহিনীর একজন সদস্য ছিলেন।
ইরানের প্রেসিডেন্ট রাইসি এই হত্যাকাণ্ডের জন্য ইরানের শত্রুদেরকে দায়ী করেছেন। ঘটনার পেছনে বিশ্বের দাম্ভিক দেশগুলোর হাত আছে বলে অভিযোগ করেছেন তিনি। এমন দেশ বলতে মূলত যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেরকেই ইঙ্গিত করেছেন তিনি।