আইসিসির সভাপতি গ্রেগ বার্কলের সংবাদ সম্মেলন তখন শেষ। তাঁকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও বোর্ড কর্তাদের বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু সাংবাদিকদের অনুরোধে এ সময় কিছু কথা বলতেই হলো নাজমুল হাসানকে। ঢাকা টেস্টের প্রথম দিন এত ভালো খেললেন মুশফিকুর রহিম আর লিটন দাস। ২৪ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর তাঁদের দুজনের অপরাজিত শতকেই দিন শেষে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ২৭৭ রান। এমন একটা দিনের শেষে বিসিবি সভাপতি কিছু বলবেন না!
নাজমুল প্রথমে কিছু বলতেই চাইলেন না। উল্টো মজা করলেন সাংবাদিকদের সঙ্গে, ‘আগে তো কার্ডিওলজিস্টের কাছে যাই, এরপর কথা বলব।’ সঙ্গে সঙ্গে হাসির রোল উঠল সবার মধ্যে। নাজমুল বললেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, “খেলার কী অবস্থা?” উত্তরে আমি বলেছি, আপা, আমার সাহস নেই দেখার। আমি মাঠে না যাওয়া পর্যন্ত খেলা দেখছি না। মাঠে এসে লিফটের সামনে দাঁড়িয়ে অবাক। মুশফিক আর লিটন যেভাবে খেলছে, তাতে সব কৃতিত্ব ওদের প্রাপ্য।’