ইউক্রেনের এক আদালত রাশিয়ার আগ্রাসনের পর প্রথম যুদ্ধাপরাধের বিচারে রুশ বাহিনীর এক ট্যাঙ্ক কমান্ডারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একজন প্রবীণ বেসামরিক নাগরিককে হত্যা করার জন্য বন্দী সার্জেন্ট ভাদিম শিশিমারিনকে এ দণ্ড দেওয়া হয়। ভাদিম শিশিমারিন গত ২৮ ফেব্রুয়ারি ৬২ বছর বয়সী ওলেক্সান্ডার শেলিপভকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছেন। সার্জেন্ট শিশিমারিন বৃদ্ধ শেলিপভকে গুলি করার কথা স্বীকার করেছেন।
তবে একইসঙ্গে দাবি করেছেন তিনি অন্য সেনাদের আদেশে এ কাজ করেছেন। ইউক্রেন অন্যান্য অনেক যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে তদন্ত করছে। প্রচুর সাক্ষ্যপ্রমাণ থাকা সত্ত্বেও মস্কো তার সেনাদের যুদ্ধের সময় বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে আসছে। ইউক্রেন বলছে, ১১,০০০-এরও বেশি যুদ্ধ অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। মস্কো সোমবার এর আগে বলেছিল, তারা রাশিয়ার সেনা শিশিমারিনের পরিণতি নিয়ে উদ্বিগ্ন এবং তাকে রক্ষা করার বিকল্পগুলো খতিয়ে দেখবে।