২০১০ সালের শেয়ারবাজার ধসের পর ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে গঠন করা ৯০০ কোটি টাকার ঘূর্ণায়মান ঋণ তহবিলের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে অর্থ মন্ত্রণালয়।
এ ঋণ তহবিল থেকে শুধু মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস স্বল্প সুদে ঋণ নিতে পারে।
গত কিছুদিন ধরে চলা ব্যাপক দরপতনের প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব আব্দুর রউফ চৌধুরী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে করণীয় নির্ধারণে বৈঠক করেছেন। রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।