জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের দলে ডাক পেয়েছেন ১৫০ কিলোমিটার গতিতে বল করা ভারতীয় তরুণ উমরান মালিক। এছাড়া আর্শদ্বীপ সিং দলে ডাক পেয়েছেন। দীর্ঘদিন পরে ভারতীয় দলে ফিরেছেন দিনেশ কার্তিক। তবে অধিনায়ক রোহিত শর্মা টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন।
এছাড়া টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলিও। তবে টেস্ট দলে আছেন তিনি। লাল বলের ক্রিকেটে ফেরানো হয়েছে শুভমন গিলকে। জায়গা ধরে রেখেছেন উইকেটরক্ষক শ্রীকর ভারত। চেতেশ্বর পূজারা দলে জায়গা ধরে রাখলেও বাদ পড়েছেন আজিঙ্কা রাহানে।