ঢাকার সাভারে একটি শপিং মলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দু'জন শিক্ষার্থীর সাথে অশালীন আচরণ ও যৌন হয়রানির চেষ্টার ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত দু'জন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতেই মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সাভারের পৌর এলাকা রাজাশন মহল্লার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহীন (২৭) ও দেওগা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৪)। উভয়ই সাভার নিউ মার্কেটের ৩য় তলায় অবস্থিত 'মায়েস্ত্রো' নামক একটি দোকানের কর্মচারী।