অনাকাঙ্ক্ষিত ঘটনা যেকোনো সময় যে কারও সঙ্গে ঘটতে পারে। তবে শিশুদের ব্যাপারে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন। শিশুরা খেলতে গিয়ে, লাফালাফি করতে গিয়ে মাথায় আঘাত পেতে পারে। চেয়ার, টেবিল, খাট থেকে পড়ে যেতে পারে। ছুটতে গিয়ে দেয়ালে বা আসবাবে মাথা ঠুকে যেতে পারে। নানাভাবেই শিশু মাথায় আঘাত পেতে পারে। তাই আগে থেকে জেনে রাখা দরকার, শিশু মাথায় আঘাত পেলে কী করবেন।
আঘাতে কী হতে পারে
- মাথা ফুলে যেতে পারে।
- কেটে রক্ত বের হতে পারে।
- বেশি আঘাতে মাথার খুলি ভেঙে যেতে পারে।
- এমনকি খুলির ভেতরে মস্তিষ্ক ফুলে যেতে পারে।