ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রতি বৈশ্বিক মনোযোগ কেন্দ্রীভূত হওয়ায় এশিয়ায় চীনের আঞ্চলিক সম্প্রসারণবাদ, বিশেষ করে ভারতের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সীমান্ত সংঘাতের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টির বাইরে থেকে যাচ্ছে।
তবে হিমালয়ের বিস্তীর্ণ হিমবাহী উচ্চতায় বিশ্বের জনসংখ্যাধিক্যগত এই দুই মহারথী দুই বছরের বেশি সময় ধরে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আছে এবং তাদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। এই সংঘাতের শুরু ২০২০ সালের মে মাসে। যখন শীতের তীব্রতা কেটে যাচ্ছিল এবং পর্বতের বরফ গলতে শুরু করায় সীমান্ত বাহিনীর চলাচলের পথগুলো পুনরায় চলার উপযোগী হচ্ছিল।
এ রকম একটি সময়ে ভারত এটি দেখে তাজ্জব হয়ে গেল যে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গোপনে ঢুকে তার লাদাখ এলাকার কয়েক শ বর্গমাইল এলাকা দখল করে ফেলেছে। এটি বেশ কয়েকটি সামরিক সংঘর্ষের সূত্রপাত ঘটায়। এর ফলে চার দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো লড়াইয়ে চীনের সেনাদের প্রথম মৃত্যু ঘটে। এর পরিপ্রেক্ষিতে হিমালয় অঞ্চলে নজিরবিহীন দ্রুততায় সেখানে দুই পক্ষের প্রতিদ্বন্দ্বী সৈন্যদল গঠনের সূত্রপাত ঘটে।