সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম পদ্ধতি ব্যবহারে পটুয়াখালীতে চিনা বাদাম চাষ করে এবার ব্যাপক ফলন পাওয়া গেছে। এই পদ্ধতিতে চাষাবাদ করে কীটনাশক ব্যবহার না করে পোকামাকড়ের আক্রমণ ছাড়াই ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছে।
ফলে নিরাপদ খাদ্য উৎপাদন এবং কম ব্যয়ে অধিক ফসল ফলানো সম্ভব হয়েছে। আগামীতে এই প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা।