ঝরা পালকের গয়না

আজকের পত্রিকা প্রকাশিত: ২১ মে ২০২২, ০৯:২২

খসে পড়া পাখির পালক কুড়িয়েছেন কখনো? নীল-সবুজের স্বপ্নিল ময়ূরের পালক বইয়ের ভাঁজে গুঁজে রাখার দিনগুলোর কথা মনে আছে? দুদিন পর পরই পাতা উল্টে পরখ করা—একখানা ময়ূরের পালক থেকে নতুন পালক গজাল কি না।


সত্য়-মিথ্য়ে যাচাই না করে নতুন পালকের আশায় বুক বাঁধতেই সুখবোধ হতো। পালক শক্তি, সমৃদ্ধি, আশা ও স্বাধীনতার প্রতীক। কলম হিসেবে সে কালের রাজারা ব্যবহার করেছেন ময়ূরসহ বিভিন্ন পাখির পালক। এ ছাড়া আদিকাল থেকে পালক মর্যাদা এবং সম্পদের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us