শ্রীলঙ্কায় এশিয়া কাপ না হলে আয়োজক হবে বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২০ মে ২০২২, ১৩:৩৫

৭০ বছরের বেশি সময়ের মধ্যে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। অবস্থা এতই করুণ নিজেদের ইতিহাসে দেশটি এই প্রথম ঋণখেলাপিও হয়ে গেছে। যার প্রভাব পড়তে পারে দেশটির এশিয়া কাপ আয়োজনের ওপর। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, দেশটিতে চলমান অরাজক পরিস্থিতির কারণে সরে যেতে পারে টুর্নামেন্টটি। আর শ্রীলঙ্কা থেকে সরে গেলে এশিয়া কাপের সম্ভাব্য আয়োজক হতে পারে বাংলাদেশ।


তেমনটি হলে ১৫তম এশিয়া কাপের আয়োজক তৃতীয়বার বদলাবে। করোনা মহামারিতে ২০২০ সালে টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও সেবার তা স্থগিত করা হয়েছিল। যার আয়োজক ছিল পাকিস্তান। নতুন করে শ্রীলঙ্কাকে আয়োজক বানিয়ে এই বছরের আগস্টে হওয়ার কথা এই টুর্নামেন্ট। কিন্তু দেশটিতে চলমান অচলাবস্থায় এসিসির এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ শুধুমাত্র একটি বিকল্প। এসিসি শ্রীলঙ্কার অবস্থা পর্যবেক্ষণ করছে। তার পরেই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us