খুব বেশি আসবাবের ব্যবহার না করে ঘরে হালকা আসবাব ব্যবহার করুন।বেশি আসবাবের ব্যবহারে স্বাভাবিকভাবেই ঘরে দমবন্ধ অনুভূতির সৃষ্টি হয়। গরমে যা খুব অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র স্টোররুমে পাঠান। এর ফলে ঘরে পর্যাপ্ত আলো–বাতাস চলাচল করবে, যা মনকে ফুরফুরে রাখতে সাহায্য করবে।
গাছের ব্যবহার
বাড়িতে গাছ রাখলে বাড়ির মধ্যে তাজা অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকবে তো বটেই, বাড়ির ঘরদোরও ঠান্ডা থাকবে। তাই গরমে অন্দরসজ্জায় গাছ ব্যবহারের কোনো বিকল্প নেই।