অঞ্জলি খারিয়া গত ৮ এপ্রিল যখন নিজের মেয়ের সঙ্গে রাতের খাবার খেতে বসেন, তখন তিনি ভাবতেই পারেননি এটাই এক সঙ্গে তাদের শেষ খাবার। ভারতের আসাম রাজ্যের চাপাতলি গ্রামের এক চা বাগানে সারাদিন কাজের পর বাড়ি ফেরেন তিনি। পাহাড়ি বাঁক পেরিয়ে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
ভোর তিনটায় ছয় বছরের মেয়ে সুস্মিতাকে মারাত্মক বমি করতে দেখে ঘুম ভেঙে যায় অঞ্জলি খারিয়ার। তারপর মেয়ের শ্বাসকষ্ট, বমি বমি ভাব শুরু হয়। পরে কাঁপুনি আসতে থাকে মেয়ের।
পুরো রাত মেয়ের এমন অবস্থা চলতে থাকলে ভয় পেয়ে যান অঞ্জলি খারিয়া। কয়েক ঘণ্টা পর তার ছেলে এবং শ্বশুরও যখন বমি শুরু করেন তখন রীতিমতো ঘাবড়ে যান তিনি।