বরগুনার পাথরঘাটায় এরই মধ্যে মাছ ধরা ট্রলার নিয়ে সাগর থেকে ঘাটে ফিরে এসেছেন জেলেরা। কারণ সামুদ্রিক মাছ আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু আজ থেকে। আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষেধ। এ কারণে শত শত ট্রলার সাগর থেকে পাথরঘাটায় ফিরে এসেছে।
স্থানীয় জেলেরা জানান, বছরের জ্যৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত পাঁচ মাস ইলিশের ভরা মৌসুম। ইলিশ ধরার নৌকা ও জাল মেরামত করে জেলেদের সাগরে যাওয়ার প্রস্তুতির সময় এখনই। এরই মধ্যে তাঁরা দাদন গ্রহণ এবং এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে মাছ ধরার প্রস্তুতির কার্যক্রম সম্পন্ন করেছেন। এ অবস্থায় মাছ ধরায় অবরোধ আরোপ করায় ঝুঁকির মধ্যে পড়ে গেছেন তাঁরা।