রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তির অবসান হোক

যুগান্তর ইফতেখার উদ্দিন চৌধুরী প্রকাশিত: ২০ মে ২০২২, ১০:০৮

গণমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্যমতে, প্রবাসী কর্মমুখী বাঙালি বা রেমিট্যান্স যোদ্ধাদের বিমানের টিকিট সংগ্রহ-যাত্রা নিশ্চিতকরণ, ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন, কোভিড মুক্তির প্রত্যয়নপত্রসহ শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে সর্বত্রই হয়রানির দৃশ্যাদৃশ্যের করুণ আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে।


করোনা অতিক্রান্তের পরবর্তী পর্যায়ে প্রবাসীদের কর্মসংস্থান নিয়ে স্বদেশ এবং বিদেশে নানামুখী সংকট অর্থনৈতিক পুনরুদ্ধারে দুর্ভেদ্য অন্তরায় নির্মাণ করছে। প্রতিনিয়ত এসব নেতিবাচক সংবাদে দেশবাসী যারপরনাই যন্ত্রণাকাতর।


অনতিবিলম্বে উদ্ভট এসব সমস্যার নিবিড় তদন্ত ও সমাধানের প্রায়োগিক পদক্ষেপ গ্রহণ অনিবার্য হয়ে পড়েছে। এটি অনিস্বীকার্য যে, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে রেমিট্যান্স। প্রবাসীদের অতি কষ্টার্জিত রেমিট্যান্সের ওপর ভর করে মজবুত হয়েছে দেশের অর্থনীতির ভিত, নির্মিত হচ্ছে বিভিন্ন সেতু-ফ্লাইওভারসহ অবকাঠামোগত উন্নয়ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us