আসন্ন জাতীয় বাজেটে পোলট্রিশিল্পের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন এ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেন, এটা না করলে ডিম ও মুরগির দাম বাড়বে এবং বাজারে অস্থিরতা তৈরি হবে। তাই পোলট্রিশিল্পের ওপর আরোপিত কর ২০৩০ সাল পর্যন্ত অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পোলট্রি নেতারা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর প্যারাগন হাউসে ‘বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) আয়োজিত দেশের জাতীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তাঁরা এসব কথা বলেন।