Viral Video এক অনুষ্ঠানের। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়। এর মধ্যে সবথেকে বেশি ভাইরাল হয় বিয়েবাড়ির ভিডিয়ো। কিন্তু, সম্প্রতি একটি কবরস্থানের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই অনুষ্ঠানে এমন সব কাণ্ড ঘটানো হয়েছে, যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে সকলে নীরবতা পালন করে থাকে এবং মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা জানায়। কিন্তু, সেই অনুষ্ঠানে ডিজে এনে এমন আজব কাণ্ড ঘটানো হয় যা সচরাচর দেখা যায় না। এর ফলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। birmzisgrime নামের একটি ইন্সটাগ্রামের প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে সেই ভাইরাল ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে যে, একটি কবরস্থানে উপস্থিত হয়েছেন একদল লোক। সেখানে ডিজে বাজিয়ে তাঁরা শুরু করেছেন উদ্দ্যাম নাচ। তাঁরা এমন নাচ নাচছেন যেন কোনও বিয়েবাড়ির অনুষ্ঠান। একদিকে ডিজের গান বেজে চলেছে এবং আরেকদিকে সকলে নেচে চলেছেন। সেখানে আবার অনেকে ক্যামেরা নিয়েও উপস্থিত হয়েছেন। যারা নাচ করছেন তাদের ফটো তোলা হচ্ছে। কবরস্থানে ঘটে যাওয়া এমন একটি কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।আরও পড়ুন -