১৯০টি দেশের দর্শকের জন্য মুক্তি দেয়া হচ্ছে ‘আরআরআর’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মে ২০২২, ১৮:০৬

দক্ষিণ ভারতের সিনেমা ‘আরআরআর’ নিয়ে নতুন করে কিছুই বলার নেই। যাই বলা হবে সবই চেনা-জানা গল্প। এই সিনেমাটি মুক্তির পর কাঁপিয়ে দিয়েছে সারা দুনিয়া। তামিল, তেলেগু, হিন্দিসহ নানা ভাষার দর্শকদের মন জয় করে নিয়েছে দুই বীরের গল্পের সিনেমাটি। আয় করে ভেঙেছে ভারতীয় সিনেমার অনেক ইতিহাস। বক্স অফিসে ব্লকবাস্টার হিট সিনেমা ‘আরআরআর’।


এটি মুক্তি পেয়েছিল হাজার হাজার হলে। এবার এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমাটি নেটফ্লিক্সে আসছে। আগামীকাল ২০ মে থেকে ছবিটি নেটফ্লিক্সে উপভোগ করতে পারবেন এর গ্রাহকরা। ব্লকবাস্টার সিনেমাটির অভিনয়ে ছিলেন দক্ষিণ অভিনেতা এনটিআর জুনিয়র, রাম চরণ ও বলিউডের অজয় দেবগন ও আলিয়া ভাট। ভারতীয় এক গণমাধ্যমে এসএস রাজামৌলি তার সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তির প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘শুধু ভারতে নয়, আন্তর্জাতিকভাবেও ‘আরআরআর’ দর্শকদের কাছে পৌঁছাবে নেটফ্লিক্স। বিশ্বের ১৯০টিরও বেশি দেশের সিনেমাপ্রেমীরা ছবিটি দেখতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us