ডায়াবিটিস একটি মারণ রোগ। বর্তমানে ডায়াবিটিস বা সুগারের সমস্যা ঘরে ঘরে। ওষুধের পাশাপাশি সুস্থ থাকাও একটা বড় চ্যালেঞ্জ। এটি গ্লুকোজ আকারে রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়। ডায়াবিটিস তিন প্রকার। টাইপ 1, টাইপ 2 এবং গর্ভকালীন ডায়াবিটিস, যা গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়।
আন্তর্জাতিক ডায়াবিটিস ফেডারেশন পরিচালিত ২০১৭ সালের একটি সমীক্ষা অনুসারে, ভারতে প্রায় ৭২ কোটি মানুষ ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন। ২০২১ সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৪ কোটিতে।যার মধ্যে ৫৩.১ শতাংশ মানুষের মধ্যে কোনও উপসর্গ ছাড়াই এই রোগ শরীরে বাসা বেধেছে। ডায়াবিটিসের অনেক উপসর্গই রয়েছে, যার মধ্যে রয়েছে ক্লান্তি, দুর্বলতা, দৃষ্টি ঝাপসা, অতিরিক্ত তৃষ্ণা, খেতে অনিচ্ছা ইত্যাদি। তবে কিছু কিছু লক্ষণ রয়েছে যা দেখলে বোঝা যায় শরীরে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়েছে। আশ্চর্যজনকভাবে, অনেকেই সেগুলি এড়িয়ে যান। আসুন জেনে নিন সেই লক্ষণগুলো-