পঞ্চগড়ে কেজিতে ছয় টাকা বেড়েছে কাঁচা চা পাতার দাম। নতুন করে প্রতি কেজি কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ টাকা। পানিযুক্ত বা ভেজা কাঁচা চা পাতা সরবরাহ করলে শতকরা ১০ ভাগ কর্তন হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে। কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ কমিটির সভায় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম নতুন মূল্য ঘোষণা করেন।
চা চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বুধবার (১৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ কমিটির সভা আহ্বান করেন। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে সভা