ঢাকার বিজয় সরণিতে ভোর রাতে বাসের সঙ্গে সংঘর্ষে উল্টে যাওয়া একটি কভার্ড ভ্যান সরাতে ছয় ঘণ্টা লেগে যাওয়ায় সপ্তাহের শেষ দিন সকালে ভুগতে হয়েছে অফিসগামী যাত্রীদের।
সকাল সোয়া ৯টা পর্যন্ত বিজয় সরণি মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কে যানজট তৈরি হয়। এর প্রভাবে বনানী, গুলশান, মগবাজার, এমনকি বিজয়নগর পর্যন্ত সড়কে তৈরি হয় তীব্র জট।
বিজয় সরণির মোড়ে ভোর সাড়ে ৩টার দিকে দুর্ঘটনায় পড়া মালবোঝাই কভার্ড ভ্যানটি উড়োজাহাজ ক্রসিং থেকে তেঁজগাওয়ের দিকে যাচ্ছিল। আর বাসটি আসছিল ফার্মগেইটের দিক থেকে। সংঘর্ষের পর কভার্ড ভ্যানটি উল্টে যায়।