সাত কোটি টাকার আমদানীকৃত গম নিয়ে বঙ্গোপসাগরের রামগতির কাছে ডুবে গেছে একটি লাইটার জাহাজ। ‘এমভি তামিম’ নামের লাইটার বা ছোট জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকার কাচপুর যাওয়ার পথে তেইল্লারচর এলাকায় ডুবে যায়। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটলেও জাহাজটির ১২ জন নাবিককে অন্য একটি জাহাজ নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই গম নিয়ে সংকট চলছে। এর মধ্যে ভারত রপ্তানি বন্ধের ঘোষণায় অস্থিরতা আরো বেড়েছে। এই সংকটের মধ্যেই জাহাজটি ডুবল। তা ছাড়া গমগুলো আমদানি করা হয়েছিল ভারত থেকে।