ভারত থেকে রফতানি বন্ধের ঘোষণায় গম সংকট দেখা দিয়েছে। আর সাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে আটা-ময়দার দামে, এরইমধ্যে কেজিতে যথাক্রমে ১০ ও ছয় টাকা বেড়েছে। এক মাসের ব্যবধানে গমের দামও লাফিয়ে-লাফিয়ে বেড়ে চলেছে। তবে মিল মালিকরা বলছেন, দেশে যথেষ্ট মজুত থাকলেও আমদানিকারকরা সিন্ডিকেট করে গমের দাম বাড়িয়েছেন। আর পাইকারী ব্যবসায়ীদের দাবি, গম সংকটের কয়েক দিনে আমদানিকারক, বড় মিল মালিক ও ট্রেডার্স ব্যবসায়ীরা বিশাল অংকে লাভবান হয়েছেন। দেশের অন্যতম বড় নিতাইগঞ্জের পাইকারি বাজারে কী পরিমাণ গম মজুত রয়েছে— সেই প্রশ্নের উত্তর কারও জানা নেই। তবে সংশ্লিষ্টদের ধারণা, বড় বড় ফ্লাওয়ার মিল মালিক ও পাইকারী ব্যবসায়ীদের কাছে অন্তত ১৫ থেকে ৩০ দিনের গম মজুত রয়েছে।
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের পাইকারি বাজারে কয়েক দফা দাম বৃদ্ধিতে ৫০ কেজির বস্তার আটা ও ময়দার দাম বেড়েছে ২০০-২৫০ টাকা। ভালোমানের ৫০ কেজির আটার বস্তা এখন ২২৫০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্নমানের আটা এখন ২১০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মান ভেদে ময়দার বস্তা এখন ২৬০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এর বেশ প্রভাব পড়েছে। স্বাভাবিকভাবে আটার দাম কেজি প্রতি বেড়েছে ১০ টাকা এবং ময়দার দাম বেড়েছে ৬ টাকা।