বাংলাদেশের লালমনিরহাট জেলার লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ফ্যান খুলে মাথায় পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার (১৮ মে) দুপুরে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
আহতরা হলো—নবম শ্রেণির শিক্ষার্থী হিতৈষী রায়, সাবিহা, জাহান এরিনা ও সিফা।
লালমনিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের দিবা শিফটের ইনচার্জ আব্দুল আওয়াল বলেন, “সহকারী শিক্ষক সুব্রত রায় নবম শ্রেণির ইংরেজি ক্লাস নিচ্ছিলেন। এ সময় দুপুর দেড়টার দিকে হঠাৎ নবম শ্রেণির কক্ষ থেকে চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি কয়েকজন ছাত্রী আহত হয়েছে। জানতে পারি তাদের মাথায় ফ্যান খুলে পড়েছে। পরে তাদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়”।