রাঙামাটির লংগদু উপজেলায় একটি সংগঠনের ভবন নির্মাণের জন্য এক মাসের ব্যবধানে দুটি প্রতিষ্ঠান থেকে টেন্ডারের অভিযোগ পাওয়া গেছে।
‘লংগদু কাঠ ব্যবসায়ী সমিতি’র ওই ভবন নির্মাণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের টেন্ডারের ঘটনাকে ‘সমন্বয়হীনতার ফল’ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
পাশাপাশি ‘লংগদু কাঠ ব্যবসায়ী সমিতি’ তথ্য গোপন করে দুটি প্রতিষ্ঠানে আবেদন করায় এমনটি হয়েছে বলে মনে করছেন দুটি প্রতিষ্ঠানের প্রকৌশলী।
জানা গেছে, গত ৬ এপ্রিল ‘কন্সট্রাকশন অব কাঠ ব্যবসায়ী সমিতি অফিস অ্যাট লংগদু উপজেলা’ নামে একটি টেন্ডার আহ্বান করে পাহাড়ের উন্নয়ন সংস্থা পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ। ২৬ এপ্রিল ছিল টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ। এতে ১ মে থেকে ৩১ তারিখের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়। ব্যয় ধরা হয় আনুমানিক ১০ লাখ টাকা।