রাতারাতি লোভের অট্টালিকা

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ মে ২০২২, ০৮:৫৪

যশোর-ঝিনাইদহ ছয় লেন সড়ক নির্মাণকাজ শুরু হওয়ার আগে রাতারাতি তৈরি হচ্ছে অর্ধশত বহুতল ভবন। এখনো চলছে এক, দুই, তিন ও চারতলার নির্মাণকাজ। জমি অধিগ্রহণের টাকার পাশাপাশি স্থাপনা বাবদ অতিরিক্ত ক্ষতিপূরণ পাওয়াই এর উদ্দেশ্য। স্থানীয়দের অভিযোগ, এর পেছনে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও সার্ভেয়ারদের ইন্ধন রয়েছে।


প্রকল্প সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার দেবে এক হাজার ৪৮২ কোটি চার লাখ ৯৯ হাজার টাকা এবং বিশ্বব্যাংক ঋণ দেবে দুই হাজার ৭০৫ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকা।


ছয় লেন প্রকল্পের যশোর অফিসের উপব্যবস্থাপক মো. সাজেদুর রহমান বলেন, ‘ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) উন্নয়নে ব্যয় ধরা হয়েছে চার হাজার ১৮৭ কোটি টাকা। ঝিনাইদহের হামদহ পর্যন্ত সড়কটি হবে ৪৮.৫ কিলোমিটার এবং যশোর পালবাড়ি থেকে মান্দারতলা পর্যন্ত সড়কটি সাড়ে ১৭ কিলোমিটার। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us