জল খাবেন, তা নিয়ে এত মাথা ব্যথার কী আছে! খেলেই তো হল। প্লাস্টিকের বোতল থেকে কিংবা কাচের গ্লাসে। কিন্তু সত্যিই কি তাই? জল খাওয়ার কি কোনও তেমন নিয়ম থাকতে নেই? যে কোনও পাত্রে জল খেলেই কি একই রকম প্রভাব পড়ে শরীরে?
তা কিন্তু একেবারেই নয়। বরং তামার পাত্রে জল খেয়ে দেখতে পারেন। তাতে মিলবে বহু উপকার।