Char Dham Yatra: চারধামে মৃত ৩৯ তীর্থযাত্রী, অসুস্থদের না যাওয়ার পরামর্শ দিচ্ছে সরকার

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৬ মে ২০২২, ১৯:৪৫

চারধাম যাত্রায় গিয়ে ৩৯ জন তীর্থযাত্রীর মৃত্যু হল উত্তরাখণ্ডে। অসুস্থতা থেকেই ওই মৃত্যুগুলি হয়েছে বলে খবর। উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, পার্বত্য এলাকার আবহাওয়ার সঙ্গে হঠাৎ মানিয়ে নিতে না পারার কারণেই ওই তীর্থযাত্রীদের মৃত্যু হয়েছে। একই সঙ্গে তারা পরামর্শ দিয়েছে, শরীরে কোনও কঠিন রোগের উপসর্গ থাকলে না যাওয়াই ভাল চারধামে।



 


 

মে মাসের শুরু থেকে চারধাম যাত্রা সূচনা হয়েছে। ৩ মে অক্ষয় তৃতীয়ার দিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী গঙ্গোত্রী এবং যমুনা দ্বারের উদ্বোধন করেন। তার পর ৬ মে ও ৮ মে থেকে শুরু হয় কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রা। ওই যাত্রার এক মাস কাটতে না কাটতেই পর পর ৩৯ জনের মৃত্যুর খবর সামনে আসে। মৃত্যুর কারণ হিসাবে চিকিৎসক শৈলজা ভাট জানিয়েছেন, এর জন্য উচ্চ রক্তচাপ, দুর্বলতা, শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকা এবং হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যাই দায়ী। তাঁর পরামর্শ, ওই উচ্চতায় অসুস্থদের না যাওয়াই ভাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us