রাইনোপ্লাস্টি হলো নাকের সার্জারি চিকিৎসা। যার মাধ্যমে জন্মগত বা আঘাতের কারণে নাকের আকৃতিগত যে বিকৃতি হয়, তা সংশোধন বা নিরাময় করা যায়। রাইনোপ্লাস্টির মাধ্যমে বোঁচা, থ্যাবড়ানো বা বসে যাওয়া নাক খাড়া করা যায়। আবার বেঁকে যাওয়া নাক, কোঁকড়ানো নাক সোজা করা যায়, আবার বেশি খাড়া নাক, পাখির ঠোঁটের মতো নিচের দিকে বাঁকানো নাকও স্বাভাবিক আকৃতিতে আনা যায়। মোটা নাককে করা যায় সরু আর সরু বা বন্ধ নাককে করা যায় প্রসারিত। রাইনোপ্লাস্টি শুধু নাকের সৌন্দর্যই ঠিক করে না, একই সঙ্গে নাককে যথাযথভাবে কাজ করতেও সাহায্য করে।
কারণ
নাকের এই আকৃতিগত সমস্যা জন্মগতভাবে যেমন হয়ে থাকে, তেমনি নাকে বিভিন্ন ধরনের আঘাত, যেমন সড়ক দুর্ঘটনার কারণে বা যেকোনো ধরনের সংঘর্ষের কারণে অথবা খেলাধুলার সময় বা সিঁড়ি থেকে পড়ে গিয়ে হতে পারে। আবার বিনা অপারেশনে নাকের পলিপ, মাংস বৃদ্ধি নিরাময়ের প্রলোভনে নাকে বিভিন্ন রাসায়নিক পদার্থ (যেমন অ্যাসিড) প্রয়োগ করার কারণেও নাকের মারাত্মক ক্ষতি হতে পারে। এ ছাড়া রাইনোপ্লাস্টি অপারেশন নাকের অভ্যন্তরীণ আরও বিবিধ সমস্যার সমাধান করতেও প্রয়োজন হতে পারে।