পি কে হালদার গ্রেপ্তার: বিচার হোক, ব্যবস্থাও ত্রুটিমুক্ত হোক

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১৬ মে ২০২২, ১১:০৪

বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত পি কে হালদার ভারতের পশ্চিমবঙ্গে শনিবার গ্রেপ্তার হয়েছেন। রোববার সমকালের এক প্রতিবেদন অনুসারে, ভারতের অর্থ গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) সেখানকার অশোকনগর থেকে পি কে হালদারকে তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রী ও কয়েকজন সহযোগীসহ গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তারের পর ইডির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে ওই গ্রেপ্তার অভিযান চালানো হয়।


শুধু তাই নয়; বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, পি কে হালদার ও তার সহযোগীরা নাকি গত ছয় মাস ধরে ইডির নজরদারিতে ছিলেন। সেদিক থেকে বিএফআইইউ ও দুদককে সাধুবাদ জানাতে হয়। কারণ পি কে হালদার যে প্রক্রিয়ায় ও যে পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন বলে অভিযোগ; তা অত্যন্ত আলোচিত একটি ঘটনা। দীর্ঘ সময় ধরে ওই অপরাধমূলক কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন, যা প্রভাবশালী কারও সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us