আগামী পাঁচ বছরের মধ্যে পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের অংশ ১০ শতাংশে উন্নীত করতে চায় উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। বর্তমানে বাংলাদেশের হিস্যা সাত শতাংশের কাছাকাছি। নতুন লক্ষ্য অর্জনে একটি রোডম্যাপ বা পথনকশা তৈরি করছে সংগঠনটি। এ জন্য উচ্চমূল্যের নন-কটন পণ্য উৎপাদনে বিশেষ সহায়তাসহ সরকারের কাছে আরও কিছু নীতিসহায়তা চায় তারা। এ ছাড়া অন্যান্য বিদ্যমান নীতিসহায়তা আরও পাঁচ বছর অব্যাহত রাখারও দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এসব বিষয় তুলে ধরেন। তিনি বলেন, গত বছর তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের অংশ ছিল ৬ দশমিক ৩ শতাংশ। চলতি বছর ৭ এবং আগামী বছর সাড়ে ৭ শতাংশে দাঁড়াবে এ অংশ। এ ধারাবাহিকতায় ২০২৫ সালে বাংলাদেশের অংশ ১০ শতাংশে পৌঁছাবে। লক্ষ্য অর্জনে রোডম্যাপের অংশ হিসেবে উচ্চমূল্যের পোশাক উৎপাদনে নতুন বিনিয়োগ করছেন উদ্যোক্তারা। পণ্য এবং রপ্তানি বাজারে বৈচিত্র্য আনতে কাজ করছেন তারা