দেশের কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণার পর থেকেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে হুহু করেই বাড়ছে পণ্যটির দাম। কয়েকদিনের ব্যবধানে খাতুনগঞ্জে 'হাফ সেঞ্চুরি' করার অপেক্ষায় রয়েছে পেঁয়াজ।
হঠাৎ করে দাম এত বেশি বাড়ার পেছনে সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন ক্যাবসহ সংশ্নিষ্টরা। তবে ভিন্ন কথা বলছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। তাঁদের মতে, বিভিন্ন স্থলবন্দরের আমদানিকারকরা পেঁয়াজ মজুত করে কারসাজি করতে পারে। বিগত কয়েক বছর পেঁয়াজের অনেক বেশি দাম বাড়ার পেছনের কারণ খুঁজতে গিয়ে খাতুনগঞ্জ ও স্থলবন্দরের বেশকিছু প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও আমদানিকারকের জড়িত থাকার প্রমাণ পায় খোদ প্রশাসন।