সকালে বের হওয়ার জন্য তৈরি হওয়ার সময় দেখলেন আকাশ ঘন কালো, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আবার হুট করে রোদও উঠে গেল। বাইরে যাওয়ার সময় গয়না না থাকলে ঠিক মানায় না। তবে এই বৃষ্টি এই রোদের এই সময়ে ভারী গয়নার বদলে হালকা ওজন ও হালকা কাজের গয়না ব্যবহার করা ভালো। ঝড়বৃষ্টি বা ঘামে এগুলো নিয়ে তেমন কোনো ঝামেলায় পড়তে হয় না। তবে এ সময় গয়না নির্বাচনের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে।
এখন যেমন গয়না
এ সময় বিভিন্ন রকম ধাতু, পাথরের গয়নাসহ প্লাস্টিক, স্টেইনলেস স্টিলের তৈরি গয়না অনায়াসে পরা যেতে পারে। অ্যান্টিক ও অক্সিডাইজের গয়নাও এ সময় অনায়াসে পরা যায়। বর্তমানে তামা, পিতল, রুপাসহ বিভিন্ন ধাতব গয়নার চাহিদা বেড়েছে। এসব গয়নায় তরুণী, যুবতী ও মধ্যবয়স্ক নারীদের মানিয়ে যায়। সোনার গয়নার প্রচলন থাকলেও এখন গয়না ফ্যাশনে বেশ পরিবর্তন এসেছে। নারীদের মধ্যে সোনার গয়নার চেয়ে অন্যান্য গয়না পরার প্রচলন বেশি দেখা যায়। হালকা নকশার দুল, গলার নেকলেস, চেন, পেনডেন্ট, আংটি, ছোট ঝুমকা ইত্যাদি শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তিসহ প্রায় সব পোশাকের সঙ্গেই মানিয়ে যায়।