চলতি মৌসুমের শুরু থেকেই বাজারে পেঁয়াজের দাম কম ছিল। এতে উৎপাদন খরচ উঠছিল না কৃষকের। কম দামে পেঁয়াজ বিক্রি করায় মলিন ছিল কৃষকের মুখ। এক সপ্তাহ ধরে বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। ফলে হাসি ফুটতে শুরু করেছে কৃষকের মুখে।
দেশের বেশি পেঁয়াজ উৎপাদন এলাকাগুলোর মধ্যে অন্যতম পাবনার সুজানগর উপজেলা। এ উপজেলার বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে মূল্যবৃদ্ধির খবরে হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, উপজেলাটিতে উৎপাদিত ৭০ শতাংশ পেঁয়াজ এখনো কৃষকের ঘরেই আছে। ফলে মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন।