অবৈধভাবে ভোজ্যতেল মজুত ও বেশি দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবারও অভিযান চালানো হয়েছে। এদিন ৩৬টি জেলায় ২ লাখ ৬ হাজার ৬৬৩ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পরে এসব তেল ন্যায্যমূল্যে বিক্রি এবং কিছু ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন স্থানে জেলা ও উপজেলা প্রশাসনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এসব অভিযানে ১ লাখ লিটারের বেশি সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। অভিযানে দেখা যায়, তেল নিয়ে কারসাজিতে পাইকারি ব্যবসায়ীরাই বেশি জড়িত। বোতলজাত তেল খোলা হিসেবেও বেশি দামে বিক্রি করছে তারা।