দফায় দফায় বেড়েছে আটা ও ময়দার দাম। গত এক মাসেই আটার দাম বেড়েছে ৭ থেকে ৮ শতাংশ এবং ময়দায় বেড়েছে ১১ থেকে ২০ শতাংশ। ফলে আটা-ময়দা দিয়ে তৈরি পাউরুটি, বিস্কুট, চানাচুুর, নুডলস জাতীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে। আবার কোনো কোনো কোম্পানি দাম না বাড়িয়ে পরিমাণে কমিয়েছে। এতে আগের চেয়ে স্বল্প আয়ের মানুষের খরচ বেড়েছে। ফলে কেউ কেউ ভোগের পরিমাণ কমাতে বাধ্য হচ্ছেন।
একের পর এক পণ্যের দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা বলছেন, খাদ্যপণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি বিপদে পড়ে গরিব মানুষ। দাম নাগালে রাখতে সরকারের তদারকির পাশাপাশি গরিবদের সহায়তাও করতে হবে।